মোদীকে কটাক্ষ করে ছড়া কাটলেন রাহুল


পেট্রলের দাম যখন সেঞ্চুরি ছুঁই-ছুঁই, গোটা দেশজুড়ে যখন এই ইস্যুতে রীতিমতো ব্যাকফুটে কেন্দ্রের শাসকদল, তখন মোদীকে কটাক্ষ করে ছড়া কাটলেন রাহুল। তিনলাইনের ওই ছড়ায় রাহুল লিখলেন, দেশে কেবল জ্বালানিরই বিকাশ হচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم