পেট্রোলিয়াম সামগ্রীর দাম আকাশচুম্বি | নিয়মিত বাড়ছে
পেট্রল ডিজেলের দাম, একই সাথে পেট্রোপণ্যেরও | বৃহস্পতিবার মধ্যরাত থেকে
গ্যাসের দাম বাড়লো আরো ২৫ টাকা, এই নিয়ে একমাসে ১০০ টাকা দাম বেড়ে আজ থেকে
গ্যাসের দাম ৮২০ টাকা | স্বাভাবিক ভাবে আমজনতার নাভিশ্বাস উঠে গিয়েছে |
একদিকে পেট্রোলিয়ামের দাম বাড়াতে তার প্রতিফলন পড়ছে পরিবহনের উপর কাজেই
নিত্যপণ্যের দামও একই ভাবে বেড়ে চলেছে | মানুষের রোজগার বাড়েনি কিন্তু খরচ
বেড়ে চলেছে প্রবল ভাবে | এবারে ফের হেঁসেলে টান পড়লো গ্যাসের দাম ফের বেড়ে
যাওয়াতে |প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় CN ওয়েব পোর্টালকে
জানালেন, এবার আমাদের জঙ্গলে গিয়ে থাকতে হবে, আদি যুগের মতো ফল পাকুড় খেতে
হবে | তিনি খবর সঙ্গে জানান, মানুষের রোজগার নেই, একবার ভেবে দেখো কোথায়
যাবো আমরা ?
সম্প্রতি তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন যে একটা
প্রস্তাব আনা যেতে পারে যাতে পেট্রোপণ্যকে জিএসটির অধীনে আনা যেতে পারে
কিন্তু সেটি ভাবনার মধ্যেই আছে | প্রস্তাবনা বা লোকসভায় উঠবে কি না সে
বিষয়ে কোনও আলোকপাত করেন নি মন্ত্রী|
إرسال تعليق
Thank You for your important feedback