শুক্রবারই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। কিন্তু ফল ঘোষণা আর করা হবে না তাঁর। কারণ তার আগেই তিনি অবসর নেবেন। কিন্তু ভোটের মাঝখানে, আগামী ১৩ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে সুনীল আরোরার। ফলে শুক্রবারই মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে তাঁর শেষ সাংবাদিক বৈঠক ছিল। সাধারণত ভোট ঘোষণা এবং ফল ঘোষণার দিন আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার। কিন্তু এবারই সম্ভবত ছেদ পড়ছে দীর্ঘদিনের এই রীতিতে।
যদিও এরমধ্যেই প্রশ্ন উঠছে পাঁচ রাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচনের মাঝপথেই কি মুখ্য নির্বাচন কমিশনারকে পরিবর্তন করা ঠিক হবে? এতে কমিশনের কাজকর্মে প্রভাব বা ধারাবাহিকতা বিঘ্নিত হবে না তো? নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, সুনীল আরোরা অবসর নেবেন সেটা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা এবং প্রস্তুতি সারা হয়েছে। ফলে ধারাবাহিকতা ছেদ পড়ার সম্ভবনা নেই। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে বর্তমান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পেতে পারেন। জানা গিয়েছে, ১৯৮০ সালের ক্যাডার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার সুশীল চন্দ্র। তাঁর অবসর নেওয়ার কথা আগামী বছর।
إرسال تعليق
Thank You for your important feedback