কোনওরকম খবর না দিয়ে তাঁর দিল্লির বাড়ির সামনে তিনজন সশস্ত্র পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। এমনই অভিযোগ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাদের সরিয়ে নেওয়ার অনুরোধ করে চিঠি দিয়েছেন দিল্লি পুলিশকে। তিনি লিখেছেন, কোনও পুলিশি নিরাপত্তার জন্য তিনি আবেদন করেননি। তিনি টুইটে লিখেছেন, "মনে হচ্ছে, আমার উপর একরকম নজরদারি চালানো হচ্ছে।"
দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব এবং বরখাম্বা থানার অফিসারকে লেখা চিঠিতে পুলিশকর্মীদের তিনি তুলে নিতে বলেছেন। স্থানীয় থানার পুলিশ অফিসার তাঁর সঙ্গে দেখা করার পরই শুক্রবার রাত দশটা থেকে পুলিশকর্মীরা সেখানে রয়েছে। তারা তাঁর গতিবিধির ওপর নজর রাখছে বলে তাঁর মনে হচ্ছে। ব্যক্তি স্বাধীনতার অধিকার সংবিধান স্বীকৃত। উল্লেখ্য, সম্প্রতি লোকসভায় তাঁর বক্তৃতার জন্য ইতিমধ্যোই শিরোনামে মহুয়া। নাম না করে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে মন্তব্য করার জন্য ইতিমধ্যেই বিজেপির দুই সাংসদ মহুয়ার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। তাঁর ওই মন্তব্য অবশ্য সভার কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার।
إرسال تعليق
Thank You for your important feedback