ফের বাঘের হানায় মৃত্যু হল মৎস্যজীবীর


ফের বাঘের হানায় মৃত্যু হল মৎস্যজীবীর। কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনের ছেঁড়ামারার জঙ্গলে রান্নার জ্বালানী সংগ্রহের সময় বাঘের হামলা।মৃত মৎস্যজীবী নাম সৌমেন রায়। ঝড়খালীর ৪ নম্বর মাস্টারপাড়ায় এলাকায় শোকের ছায়া।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم