লাদাখ সীমান্তে সমস্যা সমাধানের জন্য যেমন চিন একদিকে দফায় দফায় আলোচনা চালাচ্ছে, তেমনই অন্যদিকে সীমান্তে শক্তিবৃদ্ধি করছে চিন। সূত্রের খবর, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং সেদেশের সৈনবাহিনীকে (লালফৌজ) যে কোনও সংঘর্ষের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি লাদাখ সহ ভারত সীমান্তে নতুন করে বেশিমাত্রায় অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে চিন প্রশাসন। বিভিন্ন চিনা মিডিয়া এবং সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সীমান্ত এলাকায় লাল ফৌজের রসদের যোগান দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে চিনের কেন্দ্রীয় সামরিক কমিশনকে। এটা কার্যত যুদ্ধ প্রস্তুতির সামিল বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ এই সামরিক কমিশনের প্রধান সয়ং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। চিনা প্রেসিডেন্ট জানিয়েছেন, বসন্ত উৎসবের সময় সেনা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে জাতীয় সুরক্ষা নিশ্চিত করার জন্য যাতে শান্তি বজায় থাকে। প্রসঙ্গত, এই সময় বহু মানুষ ছুটি নিয়ে নিজেদের বাড়িতে ফেরেন। তাই বাহিনীকে সতর্ক থাকতে হবে।
চিনা সরকারি মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি চিনের লাল ফৌজের জন্য বিশেষ হাউইৎজার মিশাইল, ভারী ও হালকা ট্যাঙ্ক পাঠানো হয়েছে। যার বেশিরভাগই ভারত সীমান্তে চিনা বাহিনীর জন্য। পাশাপাশি সেখানে থাকা চিনা বাহিনীর জন্যও বিপুল পরিমান খাদ্য, পোশাক ও রসদ পৌঁছানোর কাজ শুরু করেছে চিন প্রশাসন। তবে কি যুদ্ধের জিগির ফের তুলতে চলেছে চিন? আশঙ্কায় ওয়াকিবহাল মহল।
إرسال تعليق
Thank You for your important feedback