রাজনীতির অন্দরমহলে ফিসফাস ছিল যে আব্বাস সিদ্দিকি এবং তাঁর দল একাই লড়বে। পরে শোনা যাচ্ছিল, কংগ্রেস ও বাম জোটের সাথে আব্বাস থাকবেন। সেইমতো বিমান বসু এবং আব্দুল মান্নানরা প্রস্তুতি নিচ্ছিলেন। আব্বাসের দাবিমতো ৪৪টি আসন না হলেও জোট কিছু আসন ছাড়তে রাজি ছিল। বুধবার কংগ্রেসের আব্দুল মান্নান ফুরফুরা শরিফে যান আব্বাসের সাথে চূড়ান্ত বৈঠক করতে। কিন্তু আব্বাস সিদ্দিকি দেখাই করলেন না। কেন কথা দিয়েও পর্দার আড়ালে রইলেন সিদ্দিকি এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও আব্বাস না থাকলেও তাঁর দল ন্যাশনাল সেকুলার ফ্রন্টের প্রতিনিধি ছিলেন এবং তাঁর সাথে মান্নানের কথাও হয়। কিন্তু কোনও ফয়সালা হয়নি। অন্যদিকে ত্বহা সিদ্দিকি মান্নানের উদ্দেশে বলেন, একটা বাচ্চা ছেলেকে এতো পাত্তা দিচ্ছে কেন কংগ্রেস।
إرسال تعليق
Thank You for your important feedback