প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের অন্যতম প্রধান অভিযুক্ত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধুকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। মঙ্গলবার দিল্লি পুলিশের ক্রাইম সেল এই কথা জানিয়েছে। ওইদিনের গোলমালে দীপ সিধু এবং গ্যাংস্টার লাখা সাদানার নামে এফআইআর করেছিল পুলিশ। ঘটনায় জড়িত ছিল দীপ, এমনই পুলিশের অভিযোগ। তাঁকে চিহ্নিত করা গিয়েছে।
ওই দিনের পর থেকেই দীপ বেপাত্তা হয়ে যায়। তিনি নানা জায়গা থেকে ভিডিও লাইভ মেসেজ দিতে থাকলেও তাকে পুলিশ ধরতে পারেনি। অবশেষে তাঁকে ধরে দিতে পারলে এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করে পুলিশ। উল্লেখ্য, দীপ বিজেপির প্রার্থী সানি দেওলের হয়ে সক্রিয়ভাবে প্রচারে নেমেছিল। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলের সময় সে লোকজনকে উস্কানি দিয়েছিল বলে জানা গিয়েছে। এর আগে দীপ ও তার ভাই মনজিতকে জাস্টিস ফর শিখ মামলায় জেরাও করেছিল এনআইএ। এখনও পর্যন্ত ওই ঘটনায় পুলিশ ৪৪টি এফআইআর করেছে, গ্রেফতার করেছে ১২৭ জনকে।
إرسال تعليق
Thank You for your important feedback