বৃহস্পতিবার সারাদিন সভাসমিতি করার পর নিউটাউনের হোটেলে বসে মাধরাত অবধি সভা করেন অমিত শাহ। তিনি ডেকে নেন দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়দের। তিনি জানান, জনসভায় মানুষের উপস্থিতি দেখে তিনি খুশি। কিন্তু এই ভাবে এত জনসভার প্রয়োজন নেই। অমিত শাহ রাজনীতির ধুরন্ধর মানুষ, তিনি জানেন মিঠে রোদে মানুষের ঢল নামলেও গরম বাড়তে শুরু হলে সেই ভিড় কমবেই এবং সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছাবে না।
সূত্রের খবর, তিনি বলেছেন ছোট ছোট সভা করতে এবং শুধু সভা করলেই চলবে না মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি জানান, সভা করলেই মানুষের ভিড় হবে না বরং ভোটারদের বাড়িতে বাড়িতে যেতে হবে। তৃণমূলের দুয়ারে দুয়ারে সরকার বিষয়টিতে ভোট বাড়ার আভাস পেয়েছেন অমিত। তিনি জানান, মানুষের কাজ আছে তাই তাদের বাড়িতে যাওয়াই ভালো। পাশাপাশি দিলীপ ঘোষের চায়ে পে চর্চার খবরও তিনি জানেন এবং ওই অনুষ্ঠানে দলের সভাপতি নাড্ডা উপস্থিত ছিলেন। অনেক রাত অবধি বৈঠক সেরে রাত একটা নাগাদ তিনি ফিরে যান দিল্লিতে।
إرسال تعليق
Thank You for your important feedback