বেঙ্গালুরু এফসিকে হারিয়ে প্লে অফের জায়গা কার্যত নিশ্চিত করল এটিকে-মোহনবাগান। রয় কৃষ্ণ ও মার্সেলিনহোর গোলে জয় পেল হাবাসের দল। যদিও প্রথম পর্বে সুনীলের বেঙ্গালুরুকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছিল ডেভিড উইলিয়ামসরা। ম্যাচ জিতে লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির কাঁধে নিশ্বাস ফেলছে দ্বিতীয় স্থানে থাকা এটিকে-মোহনবাগান।
ম্যাচের প্রথম মিনিটে থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল হাবাসের দল। সময় যত এগিয়েছে, ততই জমে উঠেছিল রয় কৃষ্ণ ও মার্সেলিনহোর জুটি। কিন্তু প্রতিহত হয় বেঙ্গালুরুর ডিফেন্সের কাছে। গোলপোস্টের নীচে দাঁড়িয়ে একাধিকবার নিশ্চিত গোল বাঁচিয়ে দুর্গ রক্ষা করেছেন বেঙ্গালুরুর গুরুপ্রীত সিং। তবে কৃষ্ণকে থামাতে না পেরে তাঁকে পেনাল্টি বক্সে বাধা দেন বেঙ্গালুরুর ডিফেন্ডার প্রতীক প্রভাকর। ৩৭ মনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন কৃষ্ণ। একইসঙ্গে শীর্ষ গোলদাতার লড়াইয়ে আরও একটা গোল করে এগিয়ে গেলেন তিনি। প্রথমার্ধের শেষ মিনিটে ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলিনহো। দ্বিতীয়ার্ধে একাধিকবার সুযোগ পেয়েও গোলের দরজা খুলতে পারেননি রয় কৃষ্ণরা। ব্যবধান কমানোর চেষ্টা করলেও সফল হননি সুনীলরা। ম্যাচ জিতে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে-মোহনবাগান। ১৬ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি।
إرسال تعليق
Thank You for your important feedback