টানা তিন ম্যাচ জিতে দুরন্ত ফর্মে রয়ছে এটিকে-মোহনাবাগান। প্লে অফের জায়গা কার্যত পাকা করেই ফেলেছেন রয় কৃষ্ণরা। এই পরিস্থিতিতে রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামবে হাবাসের দল। প্রথম পর্বে জামশেদপুরের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল এটিকে-মোহনবাগান। তাই এদিন জামশেদপুরের বিরুদ্ধে জিততে মরিয়া এটিকে-মোহনবাগান। অন্যদিকে এই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে প্লে অফে পাকা করাই লক্ষ্য ভালকিসদের কাছে।
জামশেদপুরের পরই বড় ম্যাচ, এটিকে-মোহলবাগানের প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল। তাই বড় ম্যাচে নামার আগে স্প্যানিশ কোচ দলে বেশ কিছু পরিবর্তন করতে পারেন বলেই মনে করেছেন দলের প্রাক্তন ফুটবলাররা। ম্যাচের আগে হেড কোচ হাবাস জানিয়েছেন, ‘প্রতিপক্ষ প্রতি ম্যাচে রয় কৃষ্ণকে মার্ক করছে। যে কারণে ওকে বেশি ফাউলও করা হচ্ছে। এটা যেমন একটা দিক, তেমনই টানা ম্যাচে খেলেছেন কৃষ্ণ। সেটার একটা ধকল তো আছেই। তাই ওকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছি’। ইতিমধ্যে ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে রয়েছেন ফিজি-র স্ট্রাইকার রয় কৃষ্ণ।
إرسال تعليق
Thank You for your important feedback