পশ্চিম মেদিনীপুরের লালগড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী-সমর্থকদের বাসে হামলার অভিযোগ উঠল। মঙ্গলবার দুপুরে লালগড়ে ঝিটকার জঙ্গলের কাছেই ঘটেছে হামলার ঘটনা। অভিযোগ, জঙ্গলের ভিতর থেকে বাস লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে। তবে এই ঘটনায় হতাহত হয়নি কেউ। অভিযোগের তির শাসকদলের দিকেই। যদিও অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল। তবে ঝিটকার জঙ্গলের কাছে এই হামলা এবং গুলি চালানোর অভিযোগ ওঠায় নড়েচড়ে বসেছে প্রশাসন। কারণ এই ঝিটকার জঙ্গল একসময় মাওবাদীদের ডেরা ছিল। যদিও বর্তমানে এই সমস্যা নেই। তবুও কে বা কারা এই হামলা চালাল সেটা খতিয়ে দেখছে পুলিশ।
তবে এদিন দিনেদুপুরে এই ধরণের হামলার পর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন ঝাড়গ্রামে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করতেই এসেছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ঝাড়গ্রামের লালগড় থেকে বিজেপির দ্বিতীয় রথযাত্রার সূচনা করলেন তিনি। আর এই অনুষ্ঠানের আগেই বিপত্তি। সূত্রের খবর, মেদিনীপুর থেকে একটি বাস ভাড়া করে লালগড়ের সভায় আসছিলেন একদল বিজেপি কর্মী। বাসটি ঝিটকার জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় আচমকা বাসের ওপর হামলা হয়। বাসের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কোনওমতে বাস চালিয়ে ওই জঙ্গল পার করেন চালক। ওই বাসে থাকা কর্মীদের দাবি, জঙ্গলের ভিতর থেকে গুলি চালানো হয়েছিল।
إرسال تعليق
Thank You for your important feedback