মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে রাস্তা ছেড়ে এবার আদিগঙ্গায় নামলেন শিক্ষামিত্ররা। দাবির জোর এতটাই যে মঙ্গলবার সকালে নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে আদিগঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে পৌঁছে গেলেন কয়েকজন শিক্ষামিত্র। স্বভাবতই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অন্যদিকে কোন্ পরিস্থিতিতে শিক্ষামিত্ররা প্রতিবাদের জন্য এই পথ নিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার অপদার্থতাকেই দায়ী করেছেন তারা।
মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে রাস্তা ছেড়ে এবার আদিগঙ্গায় নামলেন শিক্ষামিত্ররা
byCalcutta News
0
تعليقات
إرسال تعليق
Thank You for your important feedback