এক দশ বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল রিজেন্ট পার্কের কেওড়াপুকুর এলাকা। রবিবার রাতে এই কেওড়াপুকুরের কাঠপুল এলাকায় একটি ভলিবল টুর্নামেন্ট চলছিল। সেসময় এক চাল ব্যাবসায়ীর ছেলে ওই নাবালিকাকে ডেকে যৌন নির্যাতন চালায় বলে দাবি। এরপর ওই নাবালিকা বাড়ি ফিরে সব ঘটনা জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই নাবালিকার পরিবার এবং পাড়া প্রতিবেশীরা ওই চাল ব্যবসায়ীর বাড়ির সামনে গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ছুটে যায় রিজেন্ট পার্ক থানার পুলিশ। অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের হুমকি দেয় নামে ওই চাল ব্যবসায়ী। ফলে অভিযুক্তদের জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে তুমুল বিক্ষোভ চলতে থাকে। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম তারক সাহা।
উল্লেখ্য, শহরে যখন জোড়াবাগান শিশু ধর্ষণ ও খুনের ঘটনার রেশ এখনও কাটেনি, তখন আরও একটি অভিযোগ সামনে এল। স্থানীয় বাসিন্দা এবং ওই নাবালিকার পরিবারের দাবি, রবিবার সন্ধ্যায় এলাকার মাঠে ভলিবল টুর্নামেন্ট চলছিল। একটি বাড়ির ছাদে বেশ কয়েকজন খেলা দেখছিলেন। সেখানে ওই নাবালিকাও ছিল, অভিযোগ, তখনই অভিযুক্ত তারক ওই নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করেন।
إرسال تعليق
Thank You for your important feedback