ভোটের আগেই গরুপাচার কাণ্ডে চার্জশিট জমা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সোমবারই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। মূল অভিযুক্ত হিসেবে এনামুল হকের নাম যেমন রয়েছে তেমনই বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তফা, আনারুল শেখ সহ ৭ জনের নাম রয়েছে সিবিআইয়ের দায়ের করা চার্জশিটে। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর আসানসোল আদালতেই আত্মসমর্পণ করেছিল এনামুল হক। ফলে নিয়ম মেনেই তার ৬০ দিনের মাথায় চার্জশিট জমা করল সিবিআইয়ের তদন্তকারীরা। এখনও এনামুল সহ অনেকেই পুলিশি হেফাজতে রয়েছে। সেইসঙ্গে আদালতে সিবিআই আইনজীবীর আবেদন, শুনানির সময় যাতে সকল অভিযুক্ত আদালতে হাজির থাকে, সেই নির্দেশ দেওয়া হোক।
অপরদিকে, কয়লাপাচার কাণ্ডেও কড়া অবস্থান নিল সিবিআই। কয়লাপাতার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি সিবিআইয়ের এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিল। কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করলেও রায়ে জানিয়েছিল রেলের এলাকার বাইরে তদন্ত করতে হলে রাজ্য পুলিশের সাহায্য নিতে হবে সিবিআইকে। এই রায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, রাজ্যের সঙ্গে কেন তাঁদের যৌথ তদন্ত করতে হবে? উল্লেখ্য, এখনও ফেরার অনুপ মাঝি। আগামীকালই এই আবেদনের শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্ডলের ডিভিশন বেঞ্চে।।
إرسال تعليق
Thank You for your important feedback