বুধবার আইএসএলে চেন্নাইয়ান এফসিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এল জামশেদপুর এফসি। ম্যাচ জিতে শেষ চারের আশায় বুক বাঁধছে ওয়েন কোয়েলের দল। অন্যদিকে, ম্যাচ হেরে প্লে অফের দৌড়ে ধাক্কা খেল চেন্নাইয়ান। প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখার জন্য জামশেদপুরের বিরুদ্ধে জিততে হত তাঁদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল দক্ষিণের দলটি। পাঁচ মিনিটের মাথায় ছাংতের দুরন্ত শট বাঁচিয়ে দুর্গ রক্ষা করেন ইস্পাতনগরীর দলের গোলকিপার রেহনেশ। ম্যাচের প্রথম থেকেই দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। চারটি নিশ্চিত গোল বাঁচিয়ে চেন্নাইয়ানের জয়ের বাধা হয়ে দাঁড়ান।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে জামশেদপুর। ৫০ মিনিটে আলেজান্দারের শট পোস্টে লেগে প্রতিহত হয়। জামশেদপুরকে আটকাতে হিমশিম খেতে হয় চেন্নাইয়ানের ডিফেন্ডারদের। ৮৪ মিনিটে জামশেদপুরের কাছে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। তবে স্টিভেন এজে হেডে বল জালে জড়াতে ব্যর্থ হন। ম্যাচের শেষ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন চেন্নাইয়ানের ডিফেন্ডার এনেস সিপোভিচ। ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল জামশেদপুর। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি।
إرسال تعليق
Thank You for your important feedback