কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল ষাটোর্ধ্ব ব্যক্তি এবং ৪৫ বছরের নীচে যাদের কো-মর্বিডিটি আছে তাঁদের করোনার টিকা দেওয়া হবে পরবর্তী পর্যায়ে। আগামী ১ মার্চ থেকেই শুরু হচ্ছে করোনার টিকার এই দ্বিতীয় পর্যায়। বুধবারই নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা এই বিষয়ে চুরান্ত ছাড়পত্র দিল। তবে দ্বিতীয় পর্যায়ে যেমন সরকারি টিকা কেন্দ্র থেকে টিকা নেওয়া যাবে, তেমনই বেসরকারি কেন্দ্র থেকেও টিকা নিতে পারবেন ইচ্ছুকরা। তবে বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিতে গেলে টাকা দিতে হবে ইচ্ছুকদের। তবে কত টাকা দিতে হবে সেটা এখনও জানানো হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অবশ্য আগামী তিন-চারদিনের মধ্যেই সেটা জানিয়ে দেওয়া হবে। ঠিক হয়েছে দ্বিতীয় দফায় প্রাথমিকভাবে ১০,০০০ সরকারি এবং ২০,০০০ বেসরকারি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানিয়েছেন, রাজ্যের প্রত্যেকটি মানুষকেই বিনামূল্যে টিকা দিতে চান।
إرسال تعليق
Thank You for your important feedback