"আপনারা সিপিএম-কংগ্রেসকে নিয়ে টিম করে খেলতে পারেন, আমরা একা লড়ব। আমি গোলকিপার হব। দেখব, কত গোল দিতে পারেন। আমাকে অত সহজ না গোল দেওয়া। হোক না একটা খেলা! গণতন্ত্রের খেলা। খেলাটা যেন ঠিকমতো হয়।" বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপির উদ্দেশে একথা বলেন। তাঁর কথায়, চাষিদের লুট করে, ধর্মকে পালন করতে না দিয়ে দাঙ্গা বাঁধিয়ে বাংলা দখল করতে চাইছে। এদের কাছে মাথা নত করব না। আমাকে গালাগালি করতে পারেন, কিন্তু উপেক্ষা করতে পারবেন না। এদিন উত্তীর্ণায় তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠনের সম্মেলনে বলেন, অমিত শাহর দৈত্যপরায়ণ মনোভাবের কথা তুলে মমতা বলেন, যেন শারীরিকভাবে হুমকি দিচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এ সব মানায় না।
এদিন কোচবিহারে শাহ বলেছেন, ভোট শেষ হতে না হতেই মমতাও জয় শ্রীরাম বলবেন। জবাবে মমতা বলেন, গলা কেটে দিলেও আপনাদের কাছে আত্মসমর্পণ করব না। ‘পিসি-ভাইপো’ নিয়ে শাহর খোঁচার জবাবে মমতা চেনে এনেছেন অমিতপুত্র জয় শাহের কথা। তিনি বলেন, খালি বুয়া-ভাতিজা? আপনার ছেলে কী করে? কী করে এত টাকা এল তার কাছে? মমতার প্রশ্ন, আমি দুর্নীতিপরায়ণ হলে তোমরা কী? বলেছেন, এটা বাংলা। এখানে গুন্ডামি চলবে না। যত খুশি ক্যা (সিএএ) করো। কিন্তু এখানে ট্যাঁ ফু করা যাবে না! তাঁর আবেদন, বিজেপি-কে যেন বাংলার মানুষ ক্ষমতায় না আসতে দেন।ওরা এলে সর্বনাশ হয়ে যাবে। সেই সর্বনাশ হতে দেবেন না।
إرسال تعليق
Thank You for your important feedback