বিগত কয়েকদিন ধরেই হু হু করে করোনা সংক্রমণ কমছিল সারা ভারতেই। সেইসঙ্গে কমছিল মহারাষ্ট্র এবং কেরলেও। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত দিন দশেক ধরে ফের প্রকোপ বেড়েছে এই দুটি রাজ্যে। একসময় এই দুই রাজ্যেই ভয়াবহ রূপ নিয়েছিল করোনা ভাইরাস সংক্রমণ। মাঝখানের সাময়িক বিরতির পর ফের কিভাবে সংক্রমণের প্রকোপ বাড়ছে সেটা বিশেষজ্ঞরা বুঝে উঠতে পারছেন না। এটি কি পুরনো ভাইরাস, নাকি বিলেতে হওয়া নয়া করোনা স্ট্রেন? সেটা নিয়েই ধন্ধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে জানা গিয়েছে শুধু ব্রিটেনে সীমাবদ্ধ নয় নতুন করোনা স্ট্রেনটি। বর্তমানে ছড়িয়ে গিয়েছে বিশ্বের অন্যান্য দেশেও। দেশের স্বাস্থ্য মন্ত্রক তদন্ত করে দেখে নিতে চাইছে মহারাষ্ট্র ও কেরলে আচমকা করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ। এই নতুন ভাইরাস অনেক বেশি সংক্রামক, কিন্তু সুখের বিষয় এই যে এর শক্তি পূর্বতন করোনা ভাইরাসের চেয়ে কম। কিন্তু তাই বলে চুপ করে নেই দেশের সরকার বা এই দুই রাজ্য। তারা আক্রান্তদের পরীক্ষা করে দেখছে।
কেরলের বাম সরকার এবং মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের জোট সরকার বহিরাগতদের পরীক্ষা না করে কোনও শহরে ঢুকতে দিচ্ছে না। বিমানবন্দরগুলিতেও নজর রাখা হচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মাস্ক ছাড়া কারুকে রাস্তায় দেখলে পুলিশ তাকে জরিমানা করবে। এমন কি গ্রেফতার পর্যন্ত করতে পারে। মহারাষ্ট্র কয়েকটি জেলায় ফের লকডাউন করেছে প্রশাসন। আগামী দিনে তেমন হলে গোটা মহারাষ্ট্ৰেই লকডাউন হবে জানিয়েছেন উদ্ধব সরকার।
إرسال تعليق
Thank You for your important feedback