ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই তাঁরা রাজ্যের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে দিয়েছে। এবার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনিই পশ্চিমবঙ্গের ভোটে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। নির্বাচন কমিশন সূত্রে খবর, চলতি মাসের সম্ভবত ২৫ তারিখ কলকাতায় পৌঁছবেন সুদীপ জৈন। ওইদিন ও ২৬ ফেব্রুয়ারি জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপরই ভোটের নির্ঘন্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সূত্র মারফৎ জানা যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহেই ভোট ঘোষণা করতে পারে কমিশন।
এর আগে গত ডিসেম্বরে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সেবারও রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছিলেন। পাশাপাশি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি। কিন্তু এবার ভোট ঘোষণার দোরগোড়ায় এসে পৌঁছেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে যে তাঁরা কতটা চিন্তিত সেটা বোঝা যাচ্ছে তড়িঘড়ি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো দেখেই। রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এরিয়া ডোমিনেশন। রুটমার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছেন। সূত্রের খবর, ফেব্রুয়ারী মাসের মধ্যেই রাজ্যে ধাপে ধাপে ১২৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী পাঠাবে জাতীয় নির্বাচন কমিশন।
إرسال تعليق
Thank You for your important feedback