ঠাকুরপুকুর জোকায় বুধবার সকালে বাড়ি থেকে উদ্ধার হল বাবা, মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ। পাত্রপাড়ার বাসিন্দা ৫৭ বছরের চন্দ্রব্রত মণ্ডল বিধানসভার কর্মী ছিলেন। তাঁর মায়ারানি মণ্ডলের বয়স ৪৬, ছেলে সুপ্রিয় বয়স ২৬। এদিন সকালে ডাকাডাকি করার পর কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, সরকারি চাকরি করলেও প্রচুর ধার ছিল বাইরে। সেই নিয়ে অবসাদ। মোটা অঙ্কের ব্যাঙ্কের ঋণও ছিল। কিন্তু ঋণ মেটাতে না পারায় দেনা বেড়ে চলেছিল। তাই আর্থিক কারণেই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ছেল সুপ্রিয় পাখির নেশা ছিল। কিছুদিন আগেই সে পাখিগুলি উড়িয়ে দিয়েছেল বলে জানান প্রতিবেশিরা।
إرسال تعليق
Thank You for your important feedback