সুখবর, অবশেষে চালু হচ্ছে হাওড়া-দিঘা ট্রেন, দেখে নিন সময়সূচি

আনলক পর্ব শেষ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন মানুষজন। এই পরিস্থিতিতে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিও চালু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের ট্রেনের চাহিদাও বাড়ছে হু হু করে। অপরদিকে ট্রেন সংখ্যা সীমিত হওয়ায় যাত্রী ক্ষোভও বাড়ছিল। রাজ্যের সৈকতশহর দিঘাগামী ট্রেনগুলিও বন্ধ ছিল লকডাউনের পর থেকে। যদিও এই রুটে শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন কিছুদিন চালানো হয়েছিল, তবে সেটার ভাড়া বেশি থাকায় ফাঁকাই যাচ্ছিল। ফলে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সাধারণ এক্সপ্রেস ট্রেনের চাহিদা রয়েছে এই রুটে। অবশেষে সেই চাহিদা পূরণ করতে চলেছে দক্ষিণ পূর্ব রেল। 

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে দক্ষিণ–পূর্ব রেল জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি, সোমবার থেকে চালু হতে চলেছে হাওড়া–দিঘা স্পেশ্যাল ট্রেন। উভয় প্রান্ত থেকেই ট্রেনটি চালু হবে সোমবার। যদিও স্পেশাল ট্রেনের নামে ট্রেনটি চলবে, তবে পূর্ববর্তী তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময়সূচি মেনেই ট্রেনটি চলাচল করবে। অর্থাৎ প্রতিদিন ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে, দিঘা পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ। ফিরতি পথে দিঘা থেকে ট্রেনটি ছাড়বে ১০টা ৩৫ মিনিটে, আর হাওড়া পৌঁছাবে দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ। ট্রেনটির নতুন নম্বর হল আপ ০২২৫৭ এবং ডাউন ০২২৫৮। হাওড়া-দিঘা স্পেশাল ট্রেনে মোট ১৪টি কামরা থাকবে, এরমধ্যে ২টি এসি চেয়ার কার (CC) এবং ১২টি জেনারেল সিটিং কার (2S)। হাওড়া ও দিঘার মধ্যে এই স্পেশাল ট্রেনটি দাঁড়াবে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি এবং রামনগর স্টেশনে। এই ট্রেন চালুর ঘোষণায় দিঘার পর্যটন ব্যবসায়ীদের মধ্যে খুশির জোয়ার। কারণ ট্রেন না থাকায় এতদিন পর্যটকদের বাস বা গাড়ি ভাড়া করে দিঘা আসতে হচ্ছিল। ফলে অনেকেই ইচ্ছা থাকলেও যেতে পারছিলেন না। এবার ট্রেন পরিষেবা চালু হলে দিঘায় পর্যটকদের ঢল নামবে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم