‘ভয় দেখানো যাবে না’, CBI নোটিশ প্রসঙ্গে প্রতিক্রিয়া অভিষেকের

জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী-কে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এর ঘন্টাখানেকের মধ্যেই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল যুব সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করেই তিনি সিবিআইয়ের পাঠানো নোটিশের প্রতিলিপি শেয়ার করলেন। সেই সঙ্গে লিখলেন, ‘আজ বেলা ২টোয় আমার স্ত্রীর নামে সিবিআই একটি নোটিশ দিয়েছে। দেশের আইনে আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে। কিন্তু ওরা যদি ভেবে থাকে যে এসব করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। পিছু হঠার বান্দা আমরা নই’। সিবিআইয়ের পাঠানো নোটিশে দেখা যাচ্ছে, অভিষেকের স্ত্রীকে কোথাও হাজির হতে হবে না রুজিরাকে। বরং তাঁর বাড়ি বা কোনও সুবিধাজনক জায়গায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সূত্রের খবর, অভিষেকের স্ত্রীকে জেরা করার জন্য মহিলা আধিকারিকের দল প্রস্তুত করেছে সিবিআই। তবে অভিযুক্ত হিসেবে নয়, বরং সিআরপিসি ১৬০ ধারায় সাক্ষী হিসেবেই রুজিরাদেবীকে নোটিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন অভিষেক। সল্টলেকের ওই বিশেষ আদালত ওই মামলায় হাজিরা দিতে অমিত শাহকে সমন পাঠায়। এর একদিনের মধ্যেই সিবিআই অভিষেকের স্ত্রী ও শ্যালিকাকে নোটিশ পাঠালো। যদিও সিবিআইয়ের দাবি, তদন্ত প্রক্রিয়ার মধ্যেই এই নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তৃণমূলের দাবি, অভিষেকের মামলার পাল্টা দিতেই সিবিআইকে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। ফলে ফের একবার শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে সিবিআইয়ের নোটিশ প্রসঙ্গে।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم