১৮ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল। সেই ফাইনালে যাওয়ার রাস্তা বেশ কঠিন হয়ে দাঁড়াল ভারতের কাছে। অজিদের বিরুদ্ধে সিরিজ জিতে ৭১.৭ শতাংশ পয়েন্ট পেয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার প্রথম স্থানে পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ২২৭ রানে হেরে চতুর্থ স্থানে নেমে আসতে হল ভারতকে। জো রুটের নেতৃত্বে প্রথম স্থানে জায়গা করে নিল ইংল্যান্ড। প্রথম স্থানে জায়গা করে নিতে হলে ভারতকে অপাজিত থাকতে হবে। রুটদের বিরুদ্ধে ৩-১ অথবা ২-১ ব্যবধানে সিরিজ জিততে হবে। তবেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল খেলতে পারবে কোহলির দল।
এই মুহূর্তে ৪৪২ পয়েন্ট ও ৭০.২ জয়ের শতাংশ নিয়ে শীর্ষে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাঁদের পয়েন্ট ৪২০ ও জয়ের শতকরা হার ৭০.০ শতাংশ। যদিও তারা ইতিমধ্যেই ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ড্র হলে ফাইনালে যাওয়ার দরজা খুলে যাবে অজিদের কাছে।
إرسال تعليق
Thank You for your important feedback