আম জনতা যাকে বলে পিচ তারই আসল নাম উইকেট অর্থাৎ টেকনিকাল ভাষায় প্রশ্ন থাকে উইকেটের অবস্থা কেমন, তার অর্থ পিচ কেমন। চেন্নাইয়ের পিচ বা উইকেট বরাবরই স্পিনারদের সাহায্য করে এবং এই মাঠেই খেলতে ভালোবাসে ভারত কারণ ভারতে কোনও দিন স্পিনারের অভাব হয়নি। প্রথম টেস্টে হারার পর দ্বিতীয় টেস্ট ওই চেন্নাইতে কিন্তু উইকেট বা পিচ আলাদা। অধিনায়ক বিরাট কোহলির হাতে বিশ্বমানের ফাস্ট বোলার থাকা সত্বেও তিনি ঝুরঝুরে উইকেট চেয়েছেন।
সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে জানিয়েছেন যে, প্রথম দিন থেকেই বল ঘুরবে, তার অর্থ শনিবার ফের তিন স্পিনারেই খেলবে ভারত। এই টেস্ট ভারতকে জিততেই হবে নতুবা বিশ্ব টেস্ট ফাইনালে যাওয়া মুশকিল হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে টেস্ট ম্যাচের ফলাফলের উপর পয়েন্ট দেওয়া হচ্ছে। আপাতত চারটি দল ফাইনালে যাওয়ার জন্য খেলে যাচ্ছে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আপাতত পয়েন্টের অবস্থান যা যায় ভারতকে বাকি তিনটি টেস্টে হারা চলবে না। সে কারণেই স্পিনিং ট্রাক করে শেষ চেষ্টা করবেন কোহলি।
إرسال تعليق
Thank You for your important feedback