বুধবার দুপুরের পর দিনরাতের ক্রিকেট টেস্ট আহমেদাবাদে
| ইংল্যান্ডের সাথে তৃতীয় টেস্ট জেতা ভারতের একান্তই দরকার, অন্তত হারা
চলবে না | সামনেই বিশ্ব টেস্ট ক্রিকেট ফাইনাল, ভারত আর একটাও টেস্ট হারলে
ফাইনাল থেকে ছিটকে যাবে | ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানালেন যে তারা
প্রস্তুত | সোমবার রাতে নেটে প্রাকটিস করতে দেখা গেলো টীম কোহলিদের, যেহেতু
দিনরাতের গোলাপি বলে খেলা | অবশ্য আরও একটি সমস্যা আছে, শিশির | এই সময়ে
গুজরাতের সর্বত্র শিশির পরে এবং সন্ধ্যার পর স্পিনারদের বল গ্রিপ করতে
অসুবিধা হয় | কোহলি কিন্তু মোতেরাতেও স্পিনিং ট্র্যাক চেয়েছেন, সে
ক্ষেত্রে টস জেতা প্রয়োজন |আগে যারা ব্যাট করবে ফায়দা তারাই পাবে বলে ধারণা
ক্রিকেট বিশেষজ্ঞদের |
إرسال تعليق
Thank You for your important feedback