সপ্তাহ শেষে শীতের দাপটে ভাঁটা পড়লেও সোমবার থেকে ফের নেমেছে কলকাতার তাপমাত্রা। তবে মঙ্গলবার থেকেই ভোরের দিকে ও রাতে ঠান্ডা টের পেলেও বেলায় রোদ ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। সকালের দিকে রীতিমতো ঘাম ঝরছে শহরবাসীর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিমী হাওয়া ও বিপরীত ঘূর্ণাবর্তের কারণেই এমন পরিবর্তন। বুধবার কলকাতার তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আগামী কয়েক দিন আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস। আবহাওয়ার এই খামখেয়ালিপনা চললেও সরস্বতী পুজো অবধি শীত থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বৃহস্পতিবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোন সম্ভাবনা আপাতত নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ কিছু জেলায় শীতের আমেজ থাকবে। তবে সকাল ১০ টার পর থেকে আর শীত থাকবে না। দিনের বেলায় গরম জামাকাপড় পরার প্রয়োজন পড়বে না। এদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি হয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা না থাকলেও ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ।
إرسال تعليق
Thank You for your important feedback