পরকীয়া সম্পর্কের সন্দেহে তরুণী খেলোয়ার এবং তাঁর মা-কে ব্যপক মারধোর ও চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি মারধোরের ভিডিও ভাইরাল করে দেওয়ারও অভিযোগ করেছেন ওই তরুণী কবাডি খেলোয়ার। রবিবার রাতেই ওই তরুণী এবং তাঁর মা বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও সোমবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কবাডি খেলোয়ার এবং তাঁর মা বনগাঁ স্টেশনের কাছেই বাবুপাড়ায় ভাড়া থাকতেন। ওই তরুণীর মা সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন।
রবিবার দুপুরে সেখানে আচমকাই হাজির হল গোপালনগরের বাসিন্দা জনৈক তাপস মালির স্ত্রী শ্রাবন্তী বেশ কয়েকজন মহিলা এসে হাজির হন। তাঁরা দাবি করতে থাকেন যে তাপস মালির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন ওই তরুণী কবাডি খেলোয়ারের মা। শুরু হয় বচসা, এরপরই শ্রাবন্তী মালি এবং তাঁর সঙ্গীরা প্রায় নগ্ন করে মারধোর শুরু করে দুজনকে। এমনকি তাঁদের চুলও কেটে দেওয়া হয়। ঘরের ভিতর ব্যপক ভাঙচুর করা হয়েছে। মাকে বাঁচাতে এসে মারধোরের শিকার হতে হয় ওই তরুণীকেও। তাঁকেও নগ্ন করে চুল কেটে দেওয়া হয়েছে। অভিযোগ, এর ভিডিও করে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন অভিযুক্তরা। এমনকি এই ঘটনা পুলিশকে জানালে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি ওই নির্যাতিতা তরুণীর। এরপর রবিবার রাতে বনগাঁ থানায় তাপস মালি এবং তাঁর স্ত্রী শ্রাবন্তী সহ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন দুজন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। ঘটনার পর হতবাক এলাকাবাসী।
إرسال تعليق
Thank You for your important feedback