অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ‘জাপানি ডল’ ওসাকা

প্রত্যাশা মতোই অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট জিতলেন নাওমি ওসাকা। ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টের ২২তম বাছাই জেনিফার বার্ডিকে স্ট্রেট সেটেই হারিয়ে চ্যাম্পিয়ান হলেন ‘জাপানি ডল’। সেমিফাইলানে হট ফেবারিট সেরেনা উইলিয়ামসকে হারিয়েছিলেন ওসাকা। তখনই বোঝা গিয়েছিল তাঁর হাতেই উঠতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন। সেই অনুমান সত্যি প্রমান করে ওসাকা জেনিফার বার্ডিকে এক ঘন্টার কম সময়ে হারিয়ে দিলেন। ৬-৪, ৬-৩ সেটে জিতলেন ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্ট ধরে মোট চারটি গ্র্যান্ডস্লাম খেতাব জিতলেন তিনি। আর এটা তাঁর দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন। জেতার পর তাঁর ট্রেনারদের কৃতিত্ব দিলেন। পাশাপাশি বললেন, যে কোনও গ্র্যান্ড স্লাম খেলাটাই বিরাট ব্যাপার। সেটা খেলতে নেমে যদি ট্রফিটা জিতি, আরও তৃপ্তি পাই। এই মুহুর্তে বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস খেলোয়ার নাওমি ওসাকা।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم