কলকাতা শহরেই রয়েছে এমন এক সংস্থা যারা শুধু স্বপ্ন শুধু বেচে না স্বপ্নে বেচে দিতে পারে বিভিন্ন ব্র্যান্ডও। অনিমেষ সেন, স্বপ্ন বেচার এই নয়া প্রযুক্তি তাঁরই আবিষ্কার। এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন মানুষকে গভীর ঘুমের মধ্যেই স্বপ্ন দেখাতে সক্ষম তিনি। তাঁরই সংস্থার নাম ‘ ড্রিম বুটিক । না, বাস্তবে এমন কিছুই হয়নি। তবে পর্দায় এমনই স্বপ্ন বেচার গল্প নিয়ে আসছেন পরিচালক তথাগত বন্দ্যোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ মুক্তি পাবে নতুন ওয়েব সিরিজ ড্রিম বুটিক।
সিরিজের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ। প্রেক্ষাপট বর্তমান সময়। ড্রিম বুটিক, এই সংস্থার মাধ্যমেই বিভিন্ন বহুজাতিক সংস্থার কাছে অনিমেষ প্রস্তাব দেন তাঁদের পণ্যের বিজ্ঞাপন মানুষের স্বপ্নের মধ্যে দেখাতে পারবেন তিনি। বিভিন্ন পণ্যের জন্য ‘কাস্টমাইজড ‘ বিজ্ঞাপন তৈরি করে দেবেন তিনি। তবে এই স্বপ্ন বেচাকেনার আড়ালেই রয়েছে এক অন্ধকার জগৎ। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন রানা বসুঠাকুর, পূজা চট্টোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, সুব্রত গুহ রায়।
إرسال تعليق
Thank You for your important feedback