সোমবার মাঝরাত থেকেই কার্যকর হয়ে যাচ্ছে ফাসট্যাগ। এখন থেকে গাড়ির ফাসট্যাগ করা না থাকলে জাতীয় সড়কের টোলপ্লাজায় দ্বিগুণ টোল দিতে হবে। কেন্দ্রের সড়ক ও পরিবহণ মন্ত্রকের তরফে ফাসট্যাগ বাধ্যতামূলক করতে এমনই সিদ্ধান্ত জানানো হয়েছে। কেন্দ্র জানিয়েছে, টোল ব্যবস্থায় স্বচ্ছতা এবং জাতীয় সড়কগুলিতে দ্রুত যান চলাচলের সুবিধার জন্য প্রযুক্তিনির্ভর টোল পরিষেবা চালু করতেই আনা হয়েছে ফাসট্যাগ।
তবে এখনও বহু গাড়ির ফাসট্যাগ করানো হয়নি। বিশেষ করে বাণিজ্যিক যানগুলি ফাস্ট্যাগ করায়নি বলে জানা যাচ্ছে। সমস্ত টোলপ্লাজাতেই গাড়ির লম্বা লাইন পড়ছে। ফলে জাতীয় সড়কগুলিতে প্রতিদিনই তীব্র যানজট। কেন্দ্রের সড়ক ও পরিবহণমন্ত্রকের নির্দেশ, ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে জাতীয় সড়ক দিয়ে যাওয়া ফাসট্যাগ না থাকলেই গাড়িকে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে। এর আগে ১ জানুয়ারি থেকেই ফাসট্যাগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে সেই সময়সীমা ১৫ ফেব্রুয়ারি করা হয়। বাস্তবে তাতেও বদলায়নি পরিস্থিতি।
إرسال تعليق
Thank You for your important feedback