রাজ্যজুড়ে ২০০৯ সালে থাবা বসিয়েছিল বার্ড ফ্লু। এবারও কি সেরকম হতে চলেছে? বিগত চারদিন ধরে কাটোয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত চুরপুনি গ্রাম প্রায় আড়াই হাজার মুরগি মারা গিয়েছে বলে খবর। অন্তত চার-পাঁচটি পোল্ট্রি ফার্ম ক্ষতিগ্রস্থ হয়েছে বলেই দাবি পোল্ট্রি মালিকের। কিন্তু হেলদোল নেই প্রশাসনের। তাঁদের আরও দাবি, একেকটি ফার্ম চার থেকে পাঁচ লাখ টাকা ক্ষতির মুখে দাঁড়িয়ে। কিন্তু কেন এত মুরগি মারা গেল সেটা নিয়ে ধন্ধে তাঁরাও।
পোল্ট্রি ফার্মের মালিকদের দাবি, বারবার জানানো সত্বেও প্রাণিসম্পদ বিভাগের কর্মী বা আধিকারিকরা আসেননি। এমনকি স্থানীয় প্রশাসনেও কোনও হেলদোল নেই। গোটা ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। যদিও ওই পোল্ট্রি ফার্মগুলি গ্রামের বাইরে অবস্থিত বলে কিছুটা স্বস্তিতে রয়েছেন গ্রামবাসীরা। তবে মুরগির সঙ্গে অন্যান্য পাখিও মারা যাচ্ছে বলে একাংশের দাবি। এই নিয়ে এলাকায় গুজব ছড়িয়ে পড়তে পারে বলেই মনে করছেন গ্রামবাসীরা। ফলে তাঁদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। নাহলে মড়কের আকার নিতে পারে এটি।
إرسال تعليق
Thank You for your important feedback