পশ্চিমবঙ্গ দখল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লিতে। রবিবার দিনভর সেটা নিয়েই ব্যস্ত থাকবেন বঙ্গ ভোটে বিজেপির মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দলের কেন্দ্রীয় কর্মসমিতির বৈঠক, চলেবে সারাদিন ধরেই। সূত্রের খবর, নরেন্দ্র মোদিও এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। সোমবারই কলকাতায় আসছেন মোদি, হুগলির সাহাগঞ্জে রয়েছে একাধিক কর্মসূচি। রয়েছে দলীয় সভা এবং সরকারি অনুষ্ঠান। তিনি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো পথেরও সূচনা করবেন সাহাগঞ্জ থেকেই। তার আগে রবিবার বাংলা নিয়ে রণনীতি তৈরিতেই ব্যস্ত থাকলেন প্রধানমন্ত্রী। এবারে বিজেপির লক্ষ্যে রয়েছে মোট পাঁচ রাজ্য। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমে ২০২১-এই রয়েছে বিধানসভা নির্বাচন।
এর মধ্যে অসম ছাড়া অন্য কোনও রাজ্যে ক্ষমতায় নেই বিজেপি। আবার এনআরসি ইস্যুতে অসমে প্রবল বিরোধিতার মুখে সরকারি দল বিজেপি। জয় হাসিল করাও বেশ চ্যালেঞ্জের বলেই আশঙ্কা দিল্লি নেতৃত্বের। অন্যদিকে তামিলনাড়ু, পুদুচেরি, কেরালাতে বিজেপির সংগঠন খুবই দুর্বল। সে কারণে পশ্চিমবঙ্গ দখল করতে মরিয়া অমিত শাহ, জেপি নাড্ডারা। তাঁরা জানেন নরেন্দ্র মোদি প্রচারের সেরা মুখ। সে কারণে রবিবার প্রচারের নীল নক্সা তৈরি করতে দিনভর দিল্লিতে বৈঠক চলেছে। এই রাজ্য থেকে আমন্ত্রণ ছিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু তিনি জানিয়েছেন সাহাগঞ্জের সভার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকার জন্য যেতে পারবেন না দিল্লি। দিলীপবাবুর জায়গায় আজ দিল্লির সভায় উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী।
إرسال تعليق
Thank You for your important feedback