আরও একবার আলোচনার জন্য কৃষকদের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের জবাবি বক্তৃতায় তিনি বলেন, তবে সমাধানের জন্য কাউকে তো এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে আরও ভালো কোনও পরামর্শ এলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষকদের নেতাদের সঙ্গে কথা বলছেন। সেখানে কোনও সংঘাত নেই। কৃষি উৎপাদক বাজার কমিটি এবং কিষাণ মণ্ডিকে সরকার শক্তিশালী করতে চায়। তিনি বলেন, ন্যনতম সবায়ক মূল্য ছিল, আছে, থাকবে। সস্তায় রেশনের প্রকল্পও চালু থাকবে।
মোদি বলেন, কংগ্রেস, শরদ পাওয়ার সবাই কৃষিক্ষেত্রে সংস্কার পক্ষে। তাঁরা সেটা করতে না পারলেও চেয়েছিলেন যাতে সংস্কার হয়। এমনকী, মনমোহন সিংয়ের বক্তৃতা উদ্ধৃত করে তিনি বলেন, এখন তারাই উল্টো কথা বলছে। কৃষি সংস্কারের কাজ করেছেন চৌধুরী চরণ সিংও। প্রাক্তন প্রধানম্ত্রী এইচ ডি দেবগৌড়াও কৃষি সংস্কারের পক্ষে ছিলেন। এদিনের ভাষণেও তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা টেনে আনেন। বলেন, আমরা নেতাজির আদর্শ ভুলে গিয়েছি। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে গর্বিত হলেও গণতন্ত্র কী তা যুবকদের শেখাই না। ভারতের গণতন্ত্র নেতাজির আদর্শে চালিত।
إرسال تعليق
Thank You for your important feedback