রবিবার সকালে অন্ধ্রের শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে ১৯টি উপগ্রহ পাঠালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। আগেও বহুবার মহাকাশে উপগ্রহ পাঠিয়েছে ইসরো, তবে এই উৎক্ষেপন ইতিহাসের পাতায় উঠে গেল। কারণ, এই প্রথমবার মহাকাশে পাঠানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং গীতার ডিজিটাল কার্ডের ভার্সন। রবিবার অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভারতের পিএসএলভি-সি৫১ (PSLV-C51) রকেট। সেই রকেটের টপ প্যানেলে খোদাই করা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। সেই সঙ্গে ব্রাজিলের অ্যামাজ়োনিয়া-১ (Amazonia-1) উপগ্রহ এবং চেন্নাইয়ের স্পেস কিডস ইন্ডিয়া (Space Kidz India)-র তৈরি ১৮টি উপগ্রহ (satellites) মহাকাশে গেল এদিন।
#WATCH ISRO's PSLV-C51 carrying Amazonia-1 and 18 other satellites lifts off from Satish Dhawan Space Centre, Sriharikota pic.twitter.com/jtyQUYi1O0
— ANI (@ANI) February 28, 2021
ইসরোর বক্তব্য, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর হওয়া ও মহাকাশ বেসরকারীকরণের উদ্যোগের সঙ্গে একাত্ব ও কৃতজ্ঞতা স্বীকার করেই প্রধানমন্ত্রীর ছবি খোদাই করা হয়েছে মূল রকেটে (PSLV-C51)। ইসরো আরও জানিয়েছে, ব্রাজিলের উপগ্রহটি খুবই গুরুত্বপূর্ণ কাজে মহাকাশে গিয়েছে। অ্যামাজন (Amazon) অঞ্চলে গাছ কাটার বিষয়ে কড়া নজরদারি করতেই মহাকাশে গিয়েছে ব্রাজিলের স্যাটেলাইটটি। উৎক্ষেপণের পরই ইসরো প্রধান কে শিবান বলেন, ‘এই প্রথম ব্রাজিলের ডিজ়াইন করা প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পেরে ভারত ও ইসরো অত্যন্ত গর্বিত বোধ করছে। স্যাটেলাইটটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে’। উল্লেখ্য ভারতীয় রকেটের নীচের প্যানেলে ইসরোর চেয়ারপার্সন ডঃ কে শিবান ও সেক্রেটারি ডঃ আর উমামহেশ্বরণের নাম খোদাই করে লেখা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback