কয়েক মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল রাজ কাপুরের মেজো পুত্র বলিউডের প্রাক্তন প্লে বয় ঋষি কাপুরের। এবার তাঁরই ছোট ভাই রাজীব মাত্র ৫৮ বছর বয়সে চলে গেলেন। প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন " রাম তেরি গঙ্গা মইলি"র নায়ক। রাজ তাঁর তিন ছেলেকেই সিনেমা জগতে নিয়ে এসেছিলেন। রণধীর, ঋষি সফল হলেও রাজীব সফলতা পাননি। রাম তেরি-তে নায়িকা মন্দাকিনীকে দর্শক গ্রহণ করেছিল, কিন্তু রাজীবের ভাগ্য প্রসন্ন ছিল না। এরপরেও কিছু ছবিতে কাজ করলেও রাজীব বলিউডে স্থান করে উঠতে পারেননি।
মঙ্গলবার তাঁর মৃত্যুতে মুম্বাই ফিল্ম জগতৎ শোকস্তব্ধ হয়ে পড়ে। বড় ভাই রণধীর বা ডাব্বু শোকপ্রকাশ করে জানান, দুই ছোট ভাই চলে যাওয়ার পর তিনি একা হয়ে গিয়েছেন। ঋষি পত্নী প্রাক্তন নায়িকা নিতু সিং কাপুরও শোক বার্তা দিয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback