সোমবার নয়, মঙ্গলবার সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেই সিবিআইয়ের নোটিশের প্রাপ্তিস্বীকার করে সিবিআইকে পাল্টা একটি চিঠি দিয়েছেন রুজিরা। তাতে তিনি জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টের মধ্যে তদন্তকারী দল তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। পাশাপাশি ওই চিঠিতে রুজিরা এটাও উল্লেখ করেছেন, সিবিআই কেন তাঁর সঙ্গে কথা বলতে চাইছেন সেটা তিনি বুঝতে পারছেন না। এমনকি নোটিশে বলা মামলাটির সম্পর্কেও তিনি ওয়াকিবহাল নয়। তবে তদন্তের কাজে তিনি সাহায্য করতে প্রস্তুত, মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টের মধ্যে তিনি তদন্তকারীদের সঙ্গে কথা বলতে পারবেন।
যদিও রবিবারই সিবিআই নোটিশ পাঠানোর ঘন্টাখানেকের মধ্যেই অভিষেক টুইট করে জানিয়েছিলেন তিনি এবং তাঁর স্ত্রী তদন্তে সহায়তা করতে প্রস্তুত। কিন্তু এও জানিয়েছিলেন, তিনি ভয় পান না, তাই তাঁকে ভয় দেখিয়ে লাভ নেই। মাথা নত তিনি করবেন না। এবার তাৎপর্যপূর্ণভাবে অভিষেকের স্ত্রীও সিবিআইয়ের নোটিশের জবাব দিল। অপরদিকে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, যেহেতু নোটিশের জবাব দিয়েছেন রুজিরা, তাই তাঁকে আর কোনও নোটিশ পাঠানো হচ্ছে না। মঙ্গলবারই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে বৈঠক শুরু করেছেন সিবিআইয়ের ডিজি। দিল্লির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ফলে এখন রাজ্যের রাজনৈতিক মহল অধীর অপেক্ষায় থাকবে মঙ্গলবার দুপুরের দিকে।
إرسال تعليق
Thank You for your important feedback