কারিনা-সইফের কোলে এল দ্বিতীয় পুত্রসন্তান

তৈমুরের ভাই আসবে নাকি বোন, এই নিয়েই চর্চা চলছিল সোশাল মিডিয়ায়। অবশেষে সব চর্চা বন্ধ হল, শনিবার বেশি রাতে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিলেন কারিনা কাপুর। ২০১৬ সালে তারকা জুটি কারিনা-সইফের কোল আলো করে এসেছিল তৈমুর। যে এই ছোট্ট বয়েসেই সোশাল মিডিয়ায় হট ফেবারিট। এবার সে খেলার সঙ্গী পেল। ফলে স্বভাবতই খুশি নবাবের পরিবার এবং সেই সঙ্গে কাপুর পরিবারও। উল্লেখ্য, সন্তান গর্ভে ধারণ করা অবস্থাতেই শুটিং করেছেন কারিনা। আমির খানের বহু চর্চিত সিনেমা লাল সিং চাড্ডার শুটিং ছাড়াও চুটিয়ে করেছেন বিজ্ঞাপণ ছবির শুটিং। তবে এবার দ্বিতীয় সন্তানের জন্মের পর কয়েকদিন বিরতি থাকবে কাজে।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم