রবিবাসরীয় লড়াইয়ে জামশেদপুর এফসিকে ২-১ গোলে হারাল এসসি ইস্টবেঙ্গল। টানা পাঁচ ম্যাচ পর কোচ ফাওলারকে ছাড়াই জয় তুলে নিল লাল-হলুদ শিবির। এসসি ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন স্টেইনম্যান ও পিলকিংটন। ম্যাচ জিতে লিগ টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করল ইস্টবেঙ্গল।
ফাওলারের ডাগ আউটে না থাকলেও তাঁর সাজানো প্রথম একাদশ নিয়েই মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। খেলার শুরুতেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন জার্মান স্ট্রাইকার স্টেইনম্যান। ৬ মিনিটে নারায়ণ দাসের কর্নার থেকে ভাসানো বল হেডে জামশেদপুরের জালে জড়িয়ে দেন তিনি। গোল পরিশোধের লক্ষ্যে বেশ কয়েকটি আক্রমণ শানান ভালস্কিসরা। আক্রমণে জোর বাড়াতে বেশ কয়েকটি পরিবর্তনও আনেন জামশেদপুর কোচ। তবে ইস্টবেঙ্গলের ডিফেন্সের কাছে ব্যর্থ হয় তাঁরা। এদিনের ম্যাচে গোল না পেলেও বেশ দুরন্ত পারফর্ম্যান্স দেখান নাইজেরিয়া স্ট্রাইকার ব্রাইট। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিলকিংটন। স্টেইম্যানের বাড়ানো বল বক্সের মধ্যে জোরালো শটে জামশেদপুরের গোলকিপারকে পরাস্ত করেন মিডফিল্ডার। যদিও ৮৩ মিনিটে প্রতি-আক্রমণে জামশেদপুরের হয়ে গোল ব্যবধান কমান হার্টলে। আইজাকের ক্রস থেকে গোল করেন ইংরেজ স্ট্রাইকার। তবে ম্যাচ শেষ জয়ের সারণিতে ফিরল ইস্টবেঙ্গল। ম্যাচে জিতে ১৬ পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। রবিবার আইএসএলের অপরম্যাচে হায়দরাবাদ এফসির সঙ্গে ড্র করেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি।
إرسال تعليق
Thank You for your important feedback