অবশেষে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী | ১৮ ফেব্রুয়ারী থেকে
করোনা রোগে আক্রান্ত হন তিনি | প্রথমে তেমন সমস্যা না হওয়াতে তিনি হোম
আইসোলেশনে ছিলেন | কিন্তু এই পাঁচ দিন ধরে কিছুতেই জ্বর না কমে তাঁকে
হাসপাতালেই ভর্তি করা হলো | বর্তমানে রাসবিহারীর এই বিধায়কের বয়স ৭৬ |
কোমরবিটি কোনও কিছু সমস্যা করছে কিনা সেটাই দেখার জন্য তাঁকে হাসপাতালে
নিয়ে যাওয়া হয় | এক সময়ে শরীরচর্চা ছিল তাঁর নিত্য কাজ, বক্সিং চ্যাম্পিয়ন
ছিলেন শোভনবাবু | তিনিই ২২ বছর আগে তৃণমূল কংগ্রেসের প্রথম বিধায়ক এবং এ
যাবৎ বিধানসভা নির্বাচনে কোনও দিন হারেন নি, এলাকায় তাঁর অসম্ভব জনপ্রিয়তা |
এলাকার মানুষের অনুরোধেই তিনি হাসপাতালে যেতে রাজি হন| এখনো তাঁর
শ্বাসকষ্ট হয়ে নি তবুও বেশ জ্বর রয়েছে শরীরে|
إرسال تعليق
Thank You for your important feedback