এবারের পশ্চিমবঙ্গের ভোট প্রচারে তাবড় তাবড় রাজনীতিবিদ থেকে শুরু করে সিনেমা এবং খেলার জগতের মানুষদের দেখা যাবে। তিন পক্ষই কোমর বেঁধে নামছে। খুবই চ্যালেঞ্জের ভোট এবারে, ২০১৬-র নির্বাচনের থেকেও কঠিন লড়াই। ফের ১৮ ফেব্রুয়ারিতে দক্ষিণ চব্বিশ পরগনায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে প্রধানমন্ত্রী দফায় দফায় আসবেন রাজ্যে। এছাড়াও কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রী প্রচারে আসবেন। আসছেন হেমা মালিনী থেকে শুরু করে বিভিন্ন সেলেব সাংসদরা। অন্যদিকে বিজেপি বিরোধী প্রচারে রাজ্যে আসছেন শারদ পাওয়ার, তেজস্বী যাদব, শত্রুঘ্ন সিনহা থেকে আজহারউদ্দিন। পিছিয়ে নেই বামেরাও সীতারাম ইয়াচুরি, কানহাইয়া কুমার প্রমুখ। আসবেন আসাদুদ্দিন ওয়াইসিও, এবার তিনি একজন ভোট ফ্যাক্টর। মোটের উপর ময়দানে 'খেলা হবে' সমস্ত দলেরই |
إرسال تعليق
Thank You for your important feedback