শুক্রবার রাজ্যে আংশিক ভাবে স্কুলগুলি খুলে গেল। খোলার ঘোষণা আগেই ছিল কিন্তু আচমকা বামেদের বন্ধ ডাকায় চিন্তায় পড়েছিল নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। কিন্তু শেষপর্যন্ত স্কুলে যেতে পেরেছে সিংহভাগই। তাদের নেটের মাধ্যমে পড়াশুনা আর ভালো লাগছিল না, কারণ ওইভাবে তারা অভ্যস্ত নয় বলে জানাচ্ছে পড়ুয়ার দল। এবারে স্থির হয়েছে পরীক্ষা পিছোচ্ছে অর্থাৎ উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক। কাজেই অন্তত বেশ কয়েকদিন সময়ে পাবে ছেলেমেয়েরা প্র্যাকটিক্যাল ক্লাস করার। স্কুল থেকে বেরিয়ে পড়ুয়ারা জানাচ্ছে, তারা তাদের পরিচিত ক্লাসরুমে যেতে পেরে খুবই আনন্দ পেয়েছে। অনেকদিন বাদে দূরে থাকা বন্ধুদের সাথে দেখাও হয়েছে তবে নিয়ম অনুযায়ী টিফিন ভাগ করে খাওয়া যায়নি এবং জলের বোতল বাড়ি থেকে নিয়ে যেতে হয়েছে। টিফিনের সময়ে অবশ্য ক্লাসরুমের বাইরে যেতে দেওয়া হয়নি এবং সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে। তবুও স্কুলে গিয়ে অনাবিল আনন্দ পেয়েছে ৩৩৩ দিন বাদে।
إرسال تعليق
Thank You for your important feedback