আগামী ৬,৭ এবং ৮ মার্চ ফুরফুরা শরিফে উরস উৎসব। আর এই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানতে বৃহস্পতিবার নবান্নে আসেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। সূত্রের খবর, প্রায় আধঘন্টা তাঁদের মধ্যে কথা হয়েছে। কিন্তু কি কি বিষয়ে কথা হয়ে সে বিষয়ে ত্বহা সিদ্দিকী বিশদে কিছু জানাননি। তবে তিনি এও জানান, কোনও রাজনৈতিক বিষয়ে কথা হয়নি তাঁদের। তিনি শুধু জানান, উৎসব আসছে তাই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেই নবান্নে এসেছেন। মুখ্যমন্ত্রী কি যাচ্ছেন, প্রশ্নের উত্তরে ত্বহা সিদ্দিকী জানান এই উৎসবের সময়ে লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা শরীফে আসেন। মুখ্যমন্ত্রীকে তাই উৎসবে আমন্ত্রণ জানালাম। তিনি জানান, মুখ্যমন্ত্রী আসবেন যদি ওই সময়েও আসতে না পারেন তাহলেও সময়ে করে আসবেন। সূত্রের খবর, ভোটের আগেই মুখ্যমন্ত্রী ফুরফুরা সরিফে যাবেন।
বর্তমানে পিরজাদা ত্বহা সিদ্দিকী এবং তাঁর ভাইপো আব্বাসের সম্পর্ক খুবই খারাপ। শোনা যায় যে ত্বহার মোটেই ইচ্ছা ছিল না যে আব্বাস সরাসরি রাজনীতিতে আসুক। কিন্তু আব্বাস রাজনৈতিক দল গঠন করে বাম-কংগ্রেস জোটের সঙ্গে ভোটে লড়বেন। এমনকি তাঁদের সঙ্গে আসন রফার কাজও অনেকটা এগিয়ে গিয়েছে। রবিবার ব্রিগেডের জনসভা আব্বাস বা তাঁর অনুগামীরা বাম কংগ্রেস মঞ্চে উপস্থিত থাকেন কিনা সেটাই দেখার।
إرسال تعليق
Thank You for your important feedback