তামিলনাডুতে বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু বেড়ে হল ১১। শুক্রবার বিরুধানগরের আচানকুলাম গ্রামের ওই কারখানার বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৩৬ জন। ১১টি দেহের মধ্যে ৯টি একেবারে পুড়ে গিয়েছে। ২ জন মারা গিয়েছেন সাত্তুর সরকারি হাসপাতালে। সম্পূর্ণ দগ্ধ দেহগুলি শনাক্ত করতে পুলিশের অসুবিধে হচ্ছে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছে। বিস্ফোরণে দশটি ঘর বিধ্বস্ত হয়ে গিয়েছে।
তার ৬টিতে বাজি ঠাসা ছিল। দমকল জানিয়েছে, সেইসময় শ্রীমারিয়াম্মান ফায়ারওয়ার্ক কারখানায় প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের কারণ জানা না গেলেও ওই কারখানাটি বেআইনিভাবে একাধিক ঠিকাদারকে লিজ দেওয়া হয়েছিল। স্থানীয়েরা জানাচ্ছেন, আরও অনেকে কারখানার মধ্যে আটকে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ৩ লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
إرسال تعليق
Thank You for your important feedback