এবার বেসরকারি ট্যাক্সি সহ অ্যাপ নির্ভর ক্যাব একযোগে
ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দিল। আগামী ২২ ফেব্রুয়ারি টানা
২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে তারা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেসরকারি বাসের
পাশাপাশি ট্যাক্সি ইউনিয়নগুলিও ভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছিল। কিন্তু সরকার
ভাড়া বাড়াতে নারাজ। অভিযোগ, বাসমালিকরা নিজেদের মতো করে ভাড়া কিছুটা
বাড়িয়ে নিয়েছে। কিন্তু ট্যাক্সি ভাড়া বাড়াতে পারেননি চালকরা। এবার রাজ্য
সরকারের ওপর চাপ বাড়াতে ২৪ ঘন্টার ধর্মঘট ডাকলো পশ্চিমবঙ্গ ট্যাক্সি
অপারেটার্স কো–অর্ডিনেশন কমিটি। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ওলা-উবারের অ্যাপ
ক্যাব চালকরাও। তাঁদের বক্তব্য, রোজই প্রায় নিয়ম করে পেট্রোল জিজেলের দাম
বাড়লেও সেভাবে ট্যাক্সির ভাড়া বাড়ানো হয়নি। ২০১৮ সালে ২০১৮ সালে
ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা। আর ২০২১ সালে এসে ডিজেলের দাম ৮০ টাকার ওপর
ছাপিয়ে গেছে। তাঁদের দাবি, প্রথম ২ কিলোমিটারে ৩০ টাকার জায়গায় নতুন
ভাড়া করতে হবে ৫০ টাকা। এরপর কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫
টাকা করে। ফলে আগামী ২২ ফেব্রুয়ারি যারা রাস্তায় বের হবেন তাঁরা আগেভাগেই
সাবধান হয়ে যান। কারণ ওইদিন ভোগান্তির শিকার হতে পারেন।
إرسال تعليق
Thank You for your important feedback