বসতি থাকলেও নেই রাস্তা, অভিযোগ দুর্গাপুরের মুজেরকোন্দা অঞ্চলের গ্রামবাসীদের


বসতি থাকলেও নেই রাস্তা । এমনই অভিযোগ দুর্গাপুর নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের অধীন মুজেরকোন্দা অঞ্চলের গ্রামবাসীদের। একাধিকবার প্রশাসনিক স্তরে জানিয়েও মেলে নি সুরাহা। সবই ভাঁওতা বলে দাবি জেলা বিজেপি সভাপতির ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم