রেকর্ড গড়ল ‘দিদির দূত’ মোবাইল অ্যাপ

চলতি মাসের ৪ তারিখ আত্মপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসের অনলাইন অ্যাপ ‘দিদির দূত’। আর আট দিনের মধ্যেই অভূতপূর্ব সাফল্য পেল অ্যাপটি। শনিবার এক বিজ্ঞপ্তিতে শাসকদলের তরফে জানানো হল এই আট দিনে এক লাখের বেশি মানুষ গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করেছেন। আর এই সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূল শনিবার থেকেই ‘দিদির দূত’ নামে প্রচার গাড়ির উদ্বোধন করতে চলেছে। এই গাড়িগুলি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জনসংযোগের কাজে ব্যবহার করবে তৃণমূল। 


এই মোবাইল অ্যাপের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্য ও হাল হকিকত থাকছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভা ও কর্মসূচির ভিডিও ও ছবি রয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নানান কর্মসূচির আগাম আভাসও দেওয়া হচ্ছে এই মোবাইল অ্যাপে। এমনকী মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনসভার লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই অ্যাপে। ফলে বিধানসভা নির্বাচনের প্রচারে নতুন প্রজন্মকে টার্গেট করেই এই মোবাইল অ্যাপ বাজারে এনেছে রাজ্যের শাসকদল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم