এবার রাজ্যসভাতেই আচমকা পদত্যাগ করলেন দীনেশ ত্রিবেদী

একেবারে আচমকা দল ছাড়লেন প্রাক্তন রেলমন্ত্রী তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। রাজ্যসভায় মধ্যেই তিনি শুক্রবার ইস্তফার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, দলের ভিতরে তাঁর দমবন্ধ হয়ে আসছিল। রাজ্যে হিংসার কথা তিনি বলতে পারছিলেন না। কিছু করতেও পারছিলেন না। তিনি তৃণমূল ছাড়ছেন। মানুষের জন্য কাজ করতে চান তিনি। তাঁর অন্তরাত্মার কথা তিনি শুনেছেন। আর চুপ করে থাকা সম্ভব হচ্ছিল না। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। 

জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পথ ধরেই দীনেশ বিজেপি-তে যোগ দিতে চলেছেন। রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন,দীনেশ চলে যাওয়ায় তৃণমূল স্তরের কাউকে রাজ্যসভায় পাঠানোর সুযোগ হল। ২ বার ব্যারাকপুরের সাংসদ ছিলেন দীনেশ। গত লোকসভা নির্বাচনে হেরে যান। ২ বার রাজ্যসভার সাংসদও ছিলেন। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তিনি রেলমন্ত্রীও ছিলেন দীনেশ।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم