আজ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৪ ফেব্রুয়ারী। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে দিনটি ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করা হয়। ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেমের দিন। খুব বেশি দিন হয়নি, এই দিনটি ভারতে জনপ্রিয় হয়েছে। আসলে উদার অর্থনীতির হাত ধরে ভারতের ঘরে ঘরে রঙিন টিভি এবং বেসরকারি চ্যানেল আসার পর এই দিনটি আমাদের কাছেও প্রেমের দিন হয়ে গিয়েছে। কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যাবে এই দিনটির একটি বঙ্গীয় ব্যাখ্যা আছে। যেটা মোটেই ভ্যালেন্টাইন ডে সংক্রান্ত নয়।
উল্লেখ্য প্রতি বছর ফেব্রয়ারির ১৪ মানেই বাংলার ১ ফাল্গুন, অর্থাৎ বসন্তকালের প্রথম দিন। পরিষ্কার বার্তা বসন্ত এসে গেল এবং শীত বিদায় নিলো। এবার লেপ কম্বল তোলার পালা, আরও কয়েকদিন এগোলেই গায়ের মোটা চাদরটা পাতলা হবে, এবং শুরু হবে পাখার হওয়া খাওয়ার পালা। এটাই বসন্ত এবং ঋতু পরিবর্তনে সবচেয়ে সবচাইতে সুখের আবহাওয়া। তাই বসন্ত মানেই রোমান্টিকতা, বসন্ত মানেই প্রেমের ছোঁয়া। কোনও এক কালে কবি লিখেছিলেন, ‘বসন্ত এসে গেছে’। তেমনই বিশ্বকবি রবীন্দ্রনাথের সেরা কবিতাগুলি বসন্তের ওপরেই লেখা। যেমন, ‘নীল দিগন্তে ওই ফুলে আগুন লাগলো’। রবীন্দ্রনাথ বলেছিলেন, শীতে কেঁপে গাছগুলো শুকিয়ে যাওয়ার পর বসন্ত ঋতুতে আবার নতুন পাতা আসবে কৃষ্ণচুড়ায়, রাধাচুড়ায়। লাল-হলুদ ফুলে ছড়িয়ে যাবে গাছ। আগুন রাঙা পলাশে ভরে উঠবে প্রকৃতি, তাই রোমান্টিকতার বার্তা বয়ে আনে বসন্তেই।
إرسال تعليق
Thank You for your important feedback