নির্বাচন কমিশনার দিন ধার্য্ করে দেবার সাথে সাথেই ভোট লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়লো বঙ্গ রাজনৈতিক দলগুলি | এবারে প্রথম ঠিক হবে বিভিন্ন কেন্দ্রের প্রার্থী, তারপরই এলাকা ভিত্তিক প্রচার | এবারে ৮ পর্বের ভোটে লক্ষাধিক বুথ করা হয়েছে এবং বুথকর্মী ঠিক করাটাই প্রধান কাজ | রাজনৈতিক মহলের ঢারণা ১৯৬৭ র মতো কঠিন লড়াই এবারের ভোট যেখানে টুসকি দিয়ে কেউ বলতে পাবেন না কে এগিয়ে কে পিছিয়ে | তিন শক্তির লড়াই হলেও প্রচার মাধ্যমের নজরে কিন্তু তৃণমূল বনাম বিজেপির লড়াই | কিন্তু স্ট্রাটেজি কি হতে পারে?
সর্ব ভারতীয় দল বিজেপি জোর দিচ্ছে
প্রচারের উপর | প্রধানমন্ত্রী থেকে দেশের বড় নেতাদের দফায় দফায় নিয়ে আসা
হচ্ছে বাংলায় | পাশাপাশি সংঘ পরিবারও কাজ করছে এলাকায় এলাকায় | শেষে থাকে
প্রার্থী নির্বাচন | এটি একেবারেই কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে | সংগঠনশীল
দল বিজেপি কাজেই 'অমুকের ঘনিষ্ট' ধরণের কাছের লোককে পাত্তা না দিয়ে তারা
জোর দিচ্ছে কাজের লোকের উপর | তৃণমূল ১০ বছর ক্ষমতায় আছে কাজেই এলাকা
ভিত্তিক অবস্থানের ধারণা তাদে আছে | এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের মুখ
|
إرسال تعليق
Thank You for your important feedback